আজ সোমবার সকালে ঢাকার বাতাসের মান ছিল অস্বাস্থ্যকর। বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। আইকিউএয়ারের মান সূচকে ঢাকার স্কোর ১৬৬, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। গতকাল এই সময় ঢাকার অবস্থান ছিল অষ্টম এবং স্কোর ছিল ১৫৪।
বায়ুদূষণের মান সূচক প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। এটি বিভিন্ন শহরের বায়ুর মান সম্পর্কে তথ্য প্রদান করে এবং সাধারণ মানুষকে সতর্ক করে। আজকের সূচকে প্রথম স্থানে ছিল পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩০৮। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ছিল ২৬১।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ুর পরিচায়ক। আজকের ঢাকার বায়ুর মানও এই স্তরে রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে বায়ু দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ঢাকার তিনটি অঞ্চলে বায়ুদূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। এই স্থানগুলো হলো আইসিডিডিআরবি, মার্কিন দূতাবাস ও হেমায়েতপুর। এখানে স্কোর যথাক্রমে ২০৭, ১৯৪ ও ১৯৪ ছিল।
ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ বাতাসে থাকা পিএম ২.৫ ক্ষুদ্র বস্তুকণা। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানমাত্রার চেয়ে ১৬ শতাংশ বেশি।
এই অবস্থায় আইকিউএয়ার পরামর্শ দিয়েছে বাইরে বের হলে মাস্ক পরা, খোলা জায়গায় ব্যায়াম না করা এবং ঘরের জানালা বন্ধ রাখার জন্য।